প্রেসবিজ্ঞপ্তি : ভেনিজুয়েলার জনগণের ওপর মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন হামলা, প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বব্যাপী আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের শ্রমিকশ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণকে ঐক্যবদ্ধ এবং সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে রোববার বিকাল সাড়ে ৪টায় যশোর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট- এনডিএফের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কমিটির উদ্যোগে বিকাল ৫টায় পাইপপট্টি মোড় থেকে শহর প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের সামনে মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রচার সম্পাদক কামরুজ্জামান রাজেস, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আহাদ আলী লস্কর, জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস ও কৃষক সংগ্রাম সমিতির জেলা প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্বাস প্রমুখ।