নিজস্ব প্রতিবেদক : মৌমাছি স্কুল যশোরের প্রাইমারী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ
করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় চত্বরে শুরুতে শিক্ষার্থীদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করা হয়। ইংরেজী নতুন বছর কে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের হ্যাপি নিউইয়ার গান পরিবেশনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশনা করা হয়। তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য শামসুন নাহার, তরিকুল ইসলাম তারু, আসিফ আকবর খান নিপ্পন, নুসাইবা সোহেলী বুবলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক এসএম মাসুম বিল্লাহ। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগর বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক শাহরিন সুলতানা নিশি ও জান্নাতুল নাঈমা সোনিয়া। প্রাক প্রাথমিক ৮০ জন শিক্ষার্থী বই দেয়া হয়। প্রাথমিক শাখায় ১১০ জনকে দেয়া হয়।