Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকা বাঘ

এখন সময়: সোমবার, ৫ জানুয়ারি , ২০২৬, ০৭:৫৩:৫২ পিএম

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের গহীন অরণ্যে চোরা শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। চাঁদপাই রেঞ্জের বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল থেকে আধা কিলোমিটার গহীন অরণ্যে চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা বাঘটি শনিবার দুপুরে টহল দেয়ার সময় দেখতে পায় বনরক্ষীরা। এর পরপরই আটকে পড়া বাঘটির নিরাপত্তায় আশপাশের এলাকা কর্ডন করে রাখে বন বিভাগ। খবর পেয়ে উদ্ধার অভিযান চালাতে শনিবার সন্ধ্যা থেকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থলে রয়েছেন। রোববার বিকাল ৩টা পর্যন্ত চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া বাঘটি উদ্ধার হয়নি ।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এতথ্য নিশ্চিত করে আরো জানান, বাঘ উদ্ধারে রবিরার দুপুরে ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন আনা হয়েছে। তিনি ঘটনাস্থলে পৌঁছালে ট্যাংকুলাইজার গান ব্যবহার করে বাঘটি উদ্ধার কাজ শুরু হবে। ট্যাংকুলাইজারের প্রভাবে বাঘটি সাময়িক ভাবে অচেতন হবার পর ফাঁদ থেকে মুক্ত করা হবে। এরপর বাঘটির শরীরে অন্য কোনো আঘাত বা অসুস্থতার লক্ষণ পাওয়া গেলে প্রয়োজন লোহার খাঁচায় করে ঢাকার বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হতে পারে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে লোহার খাঁচা। রোববার বিকাল ৩টা পর্যন্ত চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়া বাঘটি উদ্ধার হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)