নিজস্ব প্রতিবেদক : ঢাকার যাত্রাবাড়ী থানার মোমেনবাগ এলাকায় নিজ বাসায় না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। পরে তাকে খুঁজে বের করে যশোর থেকে ধারালো অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহৃত ব্যবসায়ীর নাম মো.ইকবাল হোসেন মজুমদার। পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেয়া হয়।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় তার নিজ বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। তাকে বাসায় না পেয়ে তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাণনাশের আশঙ্কায় মো. ইকবাল হোসেন মজুমদার স্ত্রী-সন্তানসহ ঢাকা ছেড়ে যশোরে জনৈক বন্ধুর বাসায় আত্মগোপনে চলে যান। তিনি যশোর শহরের চিত্তরঞ্জন রোডের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার আবেদ আলীর বাসায় গোপনে অবস্থান করছিলেন।
কিন্তু সন্ত্রাসীরা তার অবস্থান শনাক্ত করে সেখানে হানা দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ৯-১০ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে ৩ জানুয়ারি বিকালে টিবি ক্লিনিক এলাকা থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অপহরণের পর সন্ত্রাসীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুনরায় এক কোটি টাকা চাঁদা দাবি করে। দাবি পূরণ না হলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর পরিবার চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও মো. ইকবাল হোসেন মজুমদারের নিরাপদ উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
পারিবারিক সূত্র আরও জানায়,এ বিষয়ে এর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তবে এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অপহৃত স্ত্রী নিলুফা ইয়াসমিন।