মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুরের কপালিয়া বাজারে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে এক বরফকল মালিককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার মাগরিবের সময় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তুষারকান্তি বৈরাগীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ কপালিয়া বাজারে বরফকল স্থাপন করে ব্যবসা করে আসছিলেন। তবে তিনি পূর্বে চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার মাগরিবের সময় কপালিয়া বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আতর্কিত একটি মোটরসাইকেলে ৩ জন দুর্বৃত্ত সেখানে এসেই রানার মাথায় গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। ঘটনার পর যশোর জেলা পুলিশের সার্কেল অফিসার এমদাদুল হক ও মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রোজিউল্লাহ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।