Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আইনজীবী আব্দুল অহেদের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা

এখন সময়: বুধবার, ৭ জানুয়ারি , ২০২৬, ১১:৪৯:৫২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর আইনজীবী সমিতির সদস্য আব্দুল অহেদের মৃত্যুতে সোমবার জেলা ও দায়রা জজ আদালতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে মরহুম আব্দুল অহেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে স্মরণসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু।
সাধারণ সম্পাদক এমএ গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আব্দুল মোহায়মেন, সিনিয়র আইনজীবী এটিএম এনামুল হক, মোজাফফর উদ্দিন মোহন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু, সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিটু, সাবেক সভাপতি দেবাশীষ দাস, আরএম মইনুল হক খান ময়না, সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক জিপি সোহেল শামীম, এম নুরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক নুর আলম পান্নু, কাজী রেফাত রেজওয়ান সেতু, সৈয়দ কবীর হোসেন জনি প্রমুখ।
সভায় বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শেষে মরহুম আব্দুল অহেদ এর রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান (১)।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)