নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের রামনগর ইউনিয়নে মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির রামনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে মোল্লাপাড়ার যুবকদের সহযোগিতায় এক অসহায় পরিবারের জন্য দুই কক্ষবিশিষ্ট একটি বসতঘর নির্মাণ করা হয়েছে।
রামনগর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার আজিম উদ্দিনের পরিবারের জন্য নির্মিত গৃহটি সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার অর্থ সম্পাদক মাস্টার আব্দুর রহিম।
আরও উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন জামায়াতের আমির মুছাহাক আলী, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ইমতিয়াজ আহমেদ এরশাদ, ওয়ার্ড সেক্রেটারি ফারুক হোসেন, যুব বিভাগের সভাপতি আতিয়ার রহমান, মোল্লাপাড়া মসজিদের খতিব মুফতি নাজমুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ, গত বছর প্রবল বর্ষার সময় আজিম উদ্দিনের বসতঘরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তার পরিবারের পাঁচজন সদস্য চরম বিপাকে পড়েন এবং মাথা গোঁজার ঠাঁই হারান। দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে অন্যের বাড়িতে কিংবা খোলা জায়গায় মানবেতর জীবনযাপন করছিল পরিবারের সদস্যরা।
জামায়াত নেতা মুন্সি নাজমুল হোসেন বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবকদের সাথে নিয়ে একটি স্থায়ী ঘর নির্মাণের উদ্যোগ নেন। এলাকাবাসীর সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুন্সি নাজমুল হোসেন বলেন, সকলের আন্তরিক সহযোগিতা থাকলে সমাজে অনেক ভালো কাজ করা সম্ভব এই গৃহ নির্মাণ তার বাস্তব প্রমাণ। আজিম উদ্দিনের পরিবারটি দুর্যোগে ঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ, আজ আমরা তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পেরেছি।
অনুষ্ঠান শেষে আজিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন।