নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের চেয়ে দ্বিগুন সম্পদের মালিক জামায়াতের প্রার্থী আবদুল কাদের। তার রয়েছে ২১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ। তার বার্ষিক আয় ১৪ লাখ টাকা। আর বিএনপির অনিন্দ্য ইসলাম অমিতের স্থাবর-অস্থাবর সম্পদ প্রায় ১২ কোটি টাকার। তার বার্ষিক আয় প্রায় ৯৩ লাখ টাকা। অমিতের নামে বিগত সরকারের আমলে হওয়া ৫৩টি মামলা আছে। তবে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আবদুল কাদেরের কোনও মামলা নেই। পেশায় দুই প্রার্থীই ব্যবসায়ী। তাদের নির্বাচনি হলফনামা বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
এমএসসি, এমবিএ পাস অনিন্দ্য ইসলাম অমিত পেশায় ব্যবসায়ী। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও ঢাকা বিশ্বদ্যিালয়ের ছাত্র ছিলেন। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অমিত তার নির্বাচনি হলফনামায় ৫৩টি মামলার তথ্য উল্লেখ করেছেন। এর মধ্যে চলমান রয়েছে ৭টি মামলা, খালাস পেয়েছেন ১২টি থেকে। অব্যাহতি পেয়েছেন ১৯টিতে। ১২টি মামলায় অব্যাহতির জন্য সুপারিশপ্রাপ্ত। তিনটি মামলায় শোন অ্যারেস্টে নামঞ্জুর। সব মামলা রাজনৈতিক।
অমিতের বার্ষিক আয় ৯২ লাখ ৯১ হাজার ৯৯৭ টাকা। এর মধ্যে কৃষিখাতে ২ লাখ ৩৯ হাজার ২০০ টাকা, বাড়ি ও অন্য সম্পত্তি থেকে ৩৯ লাখ ১১ হাজার ২২৫ টাকা, ব্যবসায় এক লাখ এক হাজার ৭২৮ টাকা, ব্যাংক, সঞ্চয়পত্রের মুনাফা ৩৭ লাখ ৯৯ হাজার ৮৪৪ টাকা, অন্য উৎস থেকে আয় ২ লাখ ৪০ হাজার টাকা।
অনিন্দ্য ইসলাম অমিতের অস্থাবর সম্পদ ১১ কোটি ৪২ লাখ ৩ হাজার ৯৯৮ টাকা মূল্যের। এর মধ্যে নগদ ৩ লাখ ৬৬ হাজার ৫১১ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দুই কোটি ২৭ লাখ ৫১ হাজার ৯৪৮ টাকা, শেয়ার, বন্ড এক কোটি ৪৪ লাখ ৭৬ হাজার ৮৯ টাকা। ইউনিভার্সেল এন্টারপ্রাইজের অংশীদার কারবার মূলধন বিনিয়োগ ৬৫ লাখ ৩৬ হাজার ৬১৩ টাকা, সঞ্চয়পত্র স্থায়ী আমানত তিন কোটি ১২ লাখ ৪৪ হাজার ১৫২ টাকা। ডিপিএস দুই কোটি ৯০ লাখ ৯৪ হাজার ৯১১ টাকা। বীমা ও ট্রাস্টের মূল্য ২৭ লাখ ৭১ হাজার ২৭৪ টাকা। ইলেকট্রনিক ও আসবাবপত্র ৬ লাখ ৫০ হাজার টাকার। অন্যান্য ৬৩ লাখ টাকা। ৯০ ভরি স্বর্ণ ও মূল্যবান ধাতুর গহনা উপহার পেয়েছেন।
অনিন্দ্য ইসলাম অমিতের স্থাবর সম্পদ এক কোটি ২৮ লাখ ৫ হাজার ৮০৮ টাকা মূল্যের। এর মধ্যে ৫৬ লাখ ৮০ হাজার ৮৩৮ টাকার কৃষি জমি। সাত লাখ ৮৫ হাজার টাকা মূল্যের জমিসহ বাড়ি, ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের তিন দশমিক ৮২ শতক জমি, ঢাকার মগবাজারে ১৭ লাখ টাকা মূল্যের শূন্য দশমিক ০৯ একর জমি, যশোরের বালিয়াডাঙ্গায় ৭০ হাজার টাকা মূল্যের সাত শতক জমি। অনিন্দ্য ইসলাম অমিতের দোকান ভাড়ার অগ্রিম, জরুরি প্রয়োজনে দায়-দেনা চার কোটি ৫৭ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা রয়েছে।
অমিতের স্ত্রী সোহানা পারভীনের পেশা ব্যবসা উল্লেখ করা হয়েছে। তার বার্ষিক আয়ের তথ্য উল্লেখ করা হয়নি। তার মোট অস্থাবর সম্পদ তিন কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৫৪৮ টাকা। এর মধ্যে তার নগদ এক লাখ ৮৬ হাজার ৭৭১ টাকা। সঞ্চয়পত্র আমানত এক কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ৩২ টাকা। ডিপিএস ৯৫ লাখ ৪৯ হাজার ৫০৭ টাকা। যানবাহন ২৭ লাখ ১৭ হাজার টাকা। সোনা অন্যান্য ধাতু ১ লাখ ৫০ হাজার ১টাকা। ইলেকট্রনিক ও আসবাবপত্র তিন লাখ ৫০ হাজার।
তার স্থাবর সম্পদ রয়েছে এক কোটি ৫৯ লাখ ৫১ হাজার ৮২১ টাকা। এর মধ্যে এক লাখ ৯২ হাজার ৫০০ টাকার কৃষি জমি, বনানী আবাসিক এলাকায় এক কোটি ৩৫ লাখ ৯ হাজার ৩২১ টাকা মূল্যে ২৬৮৮ স্কয়ার ফুট প্লট। বসুন্ধরা দক্ষিণ আবাসিক এলাকায় অগ্রিম হিসাবে দেওয়া ৫৪ লাখ মূল্যের ৭২০০ স্কয়ার ফুট প্লট।
সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী আবদুল কাদের
এমএ পাস আবদুল কাদের (৬২) পেশায় ব্যবসায়ী। তার নামে কোনও মামলা নেই। তার বার্ষিক আয় ১৪ লাখ ৫৩ হাজার ৮৩৮ টাকা। এর মধ্যে কৃষিখাতে আয় ৫ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। ব্যবসায় আয় ৬ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার সঞ্চয় ব্যাংক আমানত আয় দুই লাখ ৩৫ হাজার ৩৮ টাকা।
৯ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে নগদ ৪৫ লাখ ৫৩ হাজার ৪২৩ টাকা। শেয়ার, বন্ড মূল্য এক কোটি টাকা, সঞ্চয়পত্র এক কোটি। ১৯ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের প্রাইভেটকার, দুই লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২২ ভরি স্বর্ণ, দুই লাখ টাকার ইলেকট্রনিক পণ্য, এক লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র, ৫০ হাজার টাকা মূল্যের পিস্তল, ১২০ দশমিক ৪১ শতাংশ জমি রয়েছে।
নিজ নামে ১১ কোটি ৩০ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে ২৮ লাখ ৮৯ হাজার ১০৮ টাকা মূল্যের ১৫৭ দশমিক ৫৮ শতক কৃষি জমি, এক কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা, ২১ লাখ ৪১ হাজার ২৫০ টাকা মূল্যের একটি আবাসিক ভবন ও ৩৬ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট। তার ব্যাংক ঋণ ও জমি বিক্রি বাবদ অগ্রিম গ্রহণ ৮১ লাখ ৩৩ হাজার ৬৮৮ টাকা রয়েছে।
স্ত্রী সাবেকুন নাহার জেসমিনের পেশা ব্যবসা উল্লেখ করা হলেও আয়ের উৎস নেই। তার অস্থাবর সম্পদ রয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে নগদ আছে ৫৩ লাখ ৩০ হাজার ৮৭৩ টাকা। শেয়ার, বন্ড মূল্য এক কোটি টাকার, সঞ্চয়পত্র দুই কোটি টাকার, ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্য ৪৩ টাকা, ইলেকট্রনিক পণ্য ২ লাখ ৫০ হাজার টাকা, আসবাবপত্র ৩ লাখ ৭০ হাজার টাকা। তার স্থাবর সম্পদ ৮৬ লাখ টাকা মূল্যের ৪৩ শতক কৃষি জমি রয়েছে।