শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: বেনাপোলে বোমা তৈরির সময় বিস্ফোরণে ফকরুল আলম পল্টু (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত ফকরুল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। সে এলাকায় বোমা বানানোর কারিগর হিসেবে পরিচিত বলে জানিয়েছে স্থানীয়রা। সোমবার (৫ অক্টোবর ২৬) দুপুর আনুমানিক ২টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বারোপোতা খলসী মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ হলে ফকরুলের ডান হাতের কয়েকটি আঙুল উড়ে যায় এবং একটি চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো একটি পক্ষের হয়ে বোমা তৈরি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত ফকরুলকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বারোপোতা খলসী মাঠ এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির ডান হাতের আঙুল ও একটি চোখ নষ্ট হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। মঙ্গলবার বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, “ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুনেছি, বোমা তৈরি করার সময় একজন গুরুতর আহত হয়েছে এবং তার একটি হাত উড়ে গেছে। তবে ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে এলাকায় পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।