ক্রীড়া প্রতিবেদক : ৫৪ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার যশোর সদর উপজেলা পর্যায়ের বুধবারের খেলা সম্পন্ন হয়েছে। টেবিল টেনিস-এককে (বালক) চ্যাম্পিয়ন ইংলিশ স্কুল এবং রানার্স আপ হয় যশোর জিলা স্কুল। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় আঞ্জুমানারা একাডেমি। টেবিল টেনিস-দ্বৈতে (বালক) চ্যাম্পিয়ন ইংলিশ স্কুল এবং রানার্স আপ হয়েছে যশোর জিলা স্কুল। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় ইসলামিয়া বালিকা বিদ্যালয়। বাস্কেটবল-বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মুসলিম একাডেমি এবং রানার্স আপ হয় যশোর জিলা স্কুল। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন প্রগতি বালিকা বিদ্যালয় এবং রানর্স আপ হয় আদর্শ বালিকা বিদ্যালয়। হকি বালক বিভাগে চ্যাম্পিয়ন যশোর জিলা স্কুল এবং রানার্স আপ হয়েছে মুসলিম একাডেমি। ব্যাডমিন্ট-বালক বিভাগে একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন যশোর জিলা স্কুল। এককে রানার্স আপ হয়েছে সরকারি টেকনিক্যাল স্কুল এবং দ্বৈতে রানার্স আপ হয় ফুলবাড়ী সিদ্দিকীয়া আওলিয়া দাখিল মাদরাসা। ব্যাডমিন্টন-বালক বিভাগে একক ও দ্বৈতে উভয় বিভাগে চ্যাম্পিয়ন যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। ব্যাডমিন্টন-বালিকা বিভাগে একক ও দ্বৈতে উভয় বিভাগে রানার্স আপ হয় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি। সদর পর্যায়ে খেলা শেষ হবে আগামী শনিবার। এদিন বিকেলে পুরস্কার বিতরণ করা হয়ে। শেষ দিনে শুধু এথলেটিকস প্রতিযোগিতা হবে। এছাড়া রোববার (১১ জানুয়ারি) থেকে জেলা পর্যায়ের খেলা শুরু হবে।