নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের যানজট নিরসনের লক্ষ্যে পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । এসময় রাস্তার ফুটপাতের অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ করা হয় বলে জানান পৌরসভার ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু। তবে একদিকে উচ্ছেদ করে চলে যাচ্ছে অন্যদিকে আবার দোকানপাট চালু করা হচ্ছে। তিনি জানান, শহরের রাস্তার ফুটপাতে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠায় যানজটের সৃষ্টি হয়। পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। যানজট নিরসনের লক্ষ্যে বুধবার দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত দড়াটানা মুজিব সড়ক, এইচএমএম রোডের ধারে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। পরে এসব এলাকায় গিয়ে দেখা গেছে- আবারো তারা পসরা নিয়ে বসে গেছে। উচ্ছেদ অভিযান কোন কাজে আসছে না। উচ্ছেদের নেতৃত্ব দেন পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন প্রমুখ। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী জানান- শহরের যানজট নিরসনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।