শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোল স্থলবন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে বন্দরের ৫ নম্বর গেটের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুজ্জামান লিটন। বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে এবং ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক সহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ নাজমুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টারসহ শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।