কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে উদীচীর প্রাক্তন সংগীত বিভাগের প্রশিক্ষক ও সম্পাদক মণ্ডলীর সাবেক সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তা বসু পরলোকগমন করেছেন। নব্বইয়ের দশক থেকে আজীবন তিনি কেশবপুর উপজেলায় সাংস্কৃতিক অঙ্গনকে নতুন আলোয় জাগিয়ে তুলতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার কণ্ঠ, সাধনা ও প্রেরণায় গড়ে উঠেছে অসংখ্য সাংস্কৃতিক সংগঠনের পথচলা। তার এই বিদায় উদীচী পরিবারসহ সমগ্র সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। উদীচী পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছে আন্তরিক সমবেদনা। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণে থাকবেন শান্তা বসু।