Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঘুষের লাখ টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আটক

এখন সময়: শুক্রবার, ৯ জানুয়ারি , ২০২৬, ১২:২৬:২৩ এম

নিজস্ব প্রতিবেদক: ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলার প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম শিক্ষা অফিসারকে তার নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ আটক করে। পরে তাকে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অফিসারকে। এদিকে, শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ছেড়ে দেয়ার দাবিতে দুদক কার্যালয়ের সামনে রাতে শিক্ষকরা বিক্ষোভ করেছেন। যশোর সদর উপজেলার বসুন্দিয়ার খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার যশোরের ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত বছর ২৩ আগস্ট তিনি মারা যান। তার পেনশন ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম এক লাখ ২০ হাজার টাক ঘুষ দাবি করেন। এছাড়াও তার এক বন্ধুর পেনশনের জন্যও ঘুষ দাবি করেন ওই কর্মকর্তা। ফলে তিনি (নুরুন্নবী) এক লাখ বিশ হাজার টাকা জোগাড় করে ঘুষ চাওয়ার বিষয়টি দুদক যশোর সমন্বিত কার্যালয়ে অবহিত করেন। এরপর বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ওই ঘুষ প্রদানের পর দুদক কর্মকর্তারা তাকে হাতে নাতে ধরে ফেলেন । এদিকে-শিক্ষা অফিসারকে গ্রেফতারের খবরে শিক্ষকরা দুদক কার্যালয়ের সামনে এসে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবি শিক্ষা অফিসারকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একেএম নাজমুল ইসলাম জানান, নুরুন্নবী নিজের স্বার্থ হাসিল করতে শিক্ষা অফিসার আশরাফুল আলমকে কৌশলে ফাঁসিয়ে দিয়েছেন। ঝিকরগাছা থেকে তাকে যশোর সদরে বদলী করার কারণে ওই শিক্ষক তার ওপর ক্ষুব্ধ ছিলেন। যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল-আমিন জানান, প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তথ্যানুযায়ী বুধবার বিকেলে দুদকের একটি টিম শিক্ষা অফিসে অভিযান চালায়। পরে সেখান থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করা হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ বাবুল হোসেন জানান, জেলা প্রাথমিক অফিসার আশরাফুল আলমকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। দুদক মামলা করার পর তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)