Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে অব্যাহতির এক মাস পর নোটিশ জারি, প্রশাসনিক উদাসীনতার অভিযোগ

এখন সময়: শুক্রবার, ৯ জানুয়ারি , ২০২৬, ০২:০৩:০৫ এম

যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক প্রভোস্টকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর দেখানো হলেও সংশ্লিষ্ট অফিস আদেশ প্রকাশ করা হয়েছে এক মাসেরও বেশি সময় পর। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা, বিধি অনুসরণ এবং দায়িত্বের ধারাবাহিকতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে কবি গোলাম মোস্তফা হলের প্রভোস্ট পদ থেকে গত ১ ডিসেম্বর ২০২৫ তারিখ পূর্বাহ্ণ থেকে অব্যাহতি কার্যকর দেখানো হয়েছে। তবে ওই সিদ্ধান্তের অফিস আদেশ জারি করা হয় ৬ জানুয়ারি ২০২৬, অর্থাৎ এক মাসেরও বেশি সময় পরে। অফিস আদেশ অনুযায়ী, উপাচার্যের নির্দেশক্রমে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হলেও তা লিখিতভাবে প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা যায়। ফলে ডিসেম্বর মাসজুড়ে হল প্রশাসন পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ ও স্বাক্ষর ক্ষমতা নিয়ে আইনগত ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের এক দায়িত্বশীল সূত্র জানায়, কোনো হলের প্রভোস্টের হাতে আবাসিক শিক্ষার্থী ব্যবস্থাপনা, আর্থিক অনুমোদন, নোটিশ জারি এবং শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। এ অবস্থায় অব্যাহতির কার্যকর তারিখ ও অফিস আদেশ প্রকাশের তারিখে গরমিল থাকলে ওই সময়ের গৃহীত সিদ্ধান্তগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে। এ বিষয়ে কবি গোলাম মোস্তফা হলের আবাসিক শিক্ষার্থী রাসেল সর্দার সৌরভ বলেন, গত মাসে আব্দুল হালিম স্যার আমাদের জানিয়েছিলেন ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব ছাড়ছেন। কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ আমরা পাইনি। নোটিশ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। তাহলে এতদিন হলের দায়িত্বে কে ছিলেন? অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে দায়ভার কে নিত? পদে পদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঝিনাইদহ ক্যাম্পাসকে একপেশে করে রাখছে। এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতার আমরা নিন্দা জানাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র শিক্ষক বলেন, যদি ১ ডিসেম্বর থেকেই অব্যাহতি কার্যকর হয়, তাহলে পুরো ডিসেম্বর মাসে সংশ্লিষ্ট হলের প্রশাসনিক দায়িত্ব কে পালন করেছেন—এ প্রশ্নের স্পষ্ট জবাব প্রশাসনকে দিতে হবে। এ বিষয়ে ড. মো. আব্দুল হালিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমাকে অব্যাহতি কেন দেওয়া হবে? আমি নিজেই গত বছরের ১ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছি। কিন্তু সেই পদত্যাগপত্র গ্রহণ বা প্রত্যাখানের বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। পরে গতকাল আমাকে অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে। আমি পুনরায় প্রশাসনকে জানিয়েছি, যেন আমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এ মর্মে চিঠি দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি রেজিস্ট্রার বলেন, আমি এখন এ বিষয়ে কিছু বলতে পারবো না। আমি ঢাকায় যাচ্ছি। শনিবার এসে কথা বলো। এক মাস আগে অব্যাহতি কার্যকর দেখানো হলে গত এক মাস ধরে কে হলের দায়িত্ব পালন করেছেন—এ প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, এটা ওই দপ্তরের ডিন বা সংশ্লিষ্টরা বলতে পারবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)