শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মুন্সি জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বুধবার সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটের সময় ঢাকা ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি কমলাপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবু বক্করের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ জোহর তার নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।