নিজস্ব প্রতিবেদক: লংকাবাংলা ফাউন্ডেশন বৃহস্পতিবার যশোরের শার্শা উপজেলার শার্শা সরকারি মহিলা কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। লংকাবাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে চার শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি’র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ শাহাদাত হোসেন এবং শার্শা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি যশোর শাখার অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশন বিশ্বাস করে এ ধরনের উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।