পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্রদর্শনী আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলয়াতনে অনুষ্ঠানে সেমিনারে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সেমিনারে উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অজয় কান্তি মন্ডল ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মাশরাফি-বিন মুবারক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ,রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি.এম. মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সেমিনার পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।