Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঢাকায় কারাতে প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ৯ জানুয়ারি , ২০২৬, ০৪:২২:২৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকাইয়ের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় বৃহস্পতিবার ঢাকার পল্লবী ডি বক্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে একদিনব্যাপী কারাতে প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকাইয়ের সভাপতি শমসের আলম ভূঁইয়া। প্রশিক্ষণ প্রদান করেন আমেরিকান কারাতে প্রশিক্ষক সিহান আবু সুফিয়ান হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি রনি এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে দো কিউকাইয়ের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মইনুল হোসেন, সদস্য রুপু আহমেদ, খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সদস্য সচিব ইমরান হাসান টুটুল। কারাতে প্রশিক্ষণ সেমিনারে দেশের বিভিন্ন জেলা থেকে দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সেমিনার কারাতে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)