প্রেসবিজ্ঞপ্তি : প্রেসক্লাব যশোরের সদস্য ও সিনিয়র সাংবাদিক মির্জা বদরুজ্জামান টুনুর বোন শিরিনা কাদির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় তিনি ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী শনিবার (১০ জানুয়ারি) বাদ জোহর যশোর শহরের বারান্দীপাড়ায় তার পৈত্রিক বাসভবন সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, প্রয়াত শিরিনা কাদির দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বিকাশ-এর সিইও কামাল কাদিরের মা। এদিকে সিনিয়র সাংবাদিক মির্জা বদরুজ্জামান টুনুর বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক যৌথ বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।