Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে ১২ মন কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

এখন সময়: রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, ১১:১১:২৭ পিএম

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে আহরণ নিষিদ্ধ সময়ে ১২ মন ১০ কেজি কাঁকড়াসহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে মোংলা কাস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। শুক্রবার রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কালাবগি এলাকায় অভিযান চালিয়ে কাঁকড়া ও আটককৃত ব্যবসায়ীদের ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক কাঁকড়া ব্যবসায়ীরা হলেন, তরুন সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আজাদ সানা। তাদের সবার বাড়ী খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি এলাকার। শনিবার দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করে আরো জানান, প্রজনন মৌসুম থাকায় সুন্দরবনে পহেলা জানুয়ারী থেকে দুই মাস কাঁকড়া আহরণ নিষিদ্ধ। এই সময়ে এক শ্রেনীর ব্যবসায়ী অধিক লাভের জন্য জেলেদের অবৈধ উপায়ে সুন্দরবনে পাঠিয়ে কাঁকড়া আহরণ করে থাকে। কয়েকজন ব্যবসায়ী সুন্দবন থেকে কাঁকড়া নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁদপাই রেঞ্জের কালাবগি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ মন ১০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। কাঁকড়া যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩৯ হাজার টাকা। এ সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের অপরাধে ৫ কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে উদ্ধারকৃত কাঁকড়া ও আটককৃত ৫ ব্যবসায়ীদের ব্যক্তিদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)