বাগেরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বাগেরহাট সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আলী হুসাইন। রোববার বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন । তার ব্যক্তি দর্শনের সাথে দলের রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় পদত্যাগ করছেন বলে তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন। তিনি জানান-গত জুন মাসের ০৬ তারিখে কমিটি গঠিত হয়। সেই থেকে তিনি দলের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন। ২৪ এর গণঅভ্যুত্থানে যে অঙ্গীকার নিয়ে এনসিপির জন্ম হয়েছে বর্তমান চলায় তার ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছ্।ে তাই বর্তমান পরিস্থিতিতে দলের সাথে থাকা সম্ভব নয়। এ কারণে তিনি পদত্যাগ করছেন। দলের জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তিনি লিখিতভাবে পদত্যাগ পত্র পাঠিয়ে দিবেন। তবে ফেসবুক পেজে তিনি ইতিমধ্যে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন হামলা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হাট-বাজার দখল, মামলা বাণিজ্যসহ কোন রকম আপরাধমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত নন। এ সময় উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শেখ নাবিল হোসেন, মোঃ জনি, মুনিয়া আক্তার জেনি, মোঃ রাহাতুল আহসানসহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে তার সাথে একাত্মতা ঘোষণা করেন ।