নিজস্ব প্রতিনিধি, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরসহ সকল পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অফিস গুলো দালাল মুক্ত করার দাবি জানিয়েছে লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা। তারা জেলার ৬টি উপজেলার লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা সকল পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অফিস গুলো দালাল মুক্ত করার দাবিতে ইতিমধ্যে আন্দোলন শুরু করেছেন। লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানদের দাবি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল অফিস গুলো থেকে দালাল মুক্ত করতে হবে। অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজসে দালালরা অবাধে অফিস গুলোতে যাতায়াতের সুযোগ পাচ্ছে। অফিস কর্মকর্তা কর্মচারীর কিছু অসাধু ব্যাক্তি টাকার বিনিময়ে বিসি লাইসেন্সধারী বানিয়ে দিয়ে এসব দালালদের বৈধতা দেয়া পাঁয়তারা করে যাচ্ছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা। বৈধ লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সদর অফিস সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘেরাও করে রাখেন। পরে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওমর আলী বৈধ লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানদের সকল দাবি মেনে নিয়ে বলেন শুধু মাত্র আরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ানরা কাজ করবে। এর বাইবে বিসি লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা কোন কাজ করতে পারবেনা। সেই সাথে আমাদের কোন অফিসে দালালদের ঢুকতে দেয়া হবেনা। মহেশপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান কমিটির সভাপতি তরিকুল আজিজ বিল্টু জানান, বিসি লাইসেন্সধারী বাতিল হলে আমাদের আন্দোলন প্রত্যাহার হবে।