ক্রীড়া প্রতিবেদক: টিসিএল জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালে আগেই নিশ্চিত করেছিলো যশোর জেলা দল। মঙ্গলবার গ্রুপ চ্যাম্পিয়ন/রানার্স আপ হওয়ার লড়াইয়ে ঢাকা জেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যশোর। ঢাকার কাছে ৩৪-২৩ গোলের ব্যবধানে হেরে যায় যশোর। এতে গ্রুপ রানার্স আপ হয় যশোর জেলা দল। সেমিফাইনালে যশোর পেলো পঞ্চগড় জেলা দলকে। আজ (বুধবার)ফাইনালে ওঠার মিশনে পঞ্চড়গকে হারাতে চায় যশোর। এর আগে টানা তৃতীয় জয় পেয়েছিলো যশোর। ১২ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৯ টা ও বেলা সাড়ে ১২ টায় যশোরের ২ টি ম্যাচ ছিলো। সকালের খেলায় যশোর জেলা দল ৩৭-২১ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো ফরিদপুর জেলা দলকে। দ্বিতীয় খেলায় যশোর জেলা দল ৩৬-১৩ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো নড়াইল জেলা দলকে। গত ১১ জানুয়ারির নিজেদের প্রথম খেলায় যশোর জেলা দল ৩৭-২৮ গোলের ব্যবধানে পরাজিত করেছিলো জামালপুর জেলা দলেকে। ঢাকার এম মনসুর আলী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল হবে ১৫ জানুয়ারি।