মিরাজুল কবীর টিটো : যশোর আব্দুর রাজ্জাক কলেজের সামনের মাঠে মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা ছিল ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসব। প্রস্তুতি সম্পন্ন হলেও জায়গা না পাওয়ায় আয়োজন পণ্ড হয়ে যায়। এতে ক্ষতির মুখে পড়েছে নারী উদ্যোক্তারা। দুপুরে ২০ নারী উদ্যোক্তা জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছে গিয়ে বিষয়টি জানান। পৌরসভার অনুমতি না নিয়ে নারী উদ্যোক্তারা মাঠে অনুষ্ঠানের আয়োজন করায় বাধা দেয়া হয়। কারণ অনুমতি ছাড়া মাঠে কেউ কোনো আয়োজন করতে পারে না বলে জানান প্রধান শিক্ষক আব্দুস সবুর খান। নারী উদ্যোক্তা সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি জানান-আব্দুর রাজ্জাক কলেজের সামনের মাঠে ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসবের আয়োজন করে। মঙ্গলবার থেকে এ আয়োজন শুরু হওয়ার কথা ছিল। কলেজের অধ্যক্ষের সাথে কথা বলে তারা তিন, চার দিন ধরে ডেকারেশনের কাজ করাচ্ছিলেন। স্টল করা হয় ৫০টি। হঠাৎ করে এসে প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক উদ্যোক্তাদের উৎসব করতে বাধা দেন। বাধার মুখে নারী উদ্যোক্তাদের আয়োজন বন্ধ হয়ে যায়। আমেনা খাতুন নামে আরেক নারী উদ্যোক্তা জানান, উৎসবের অনেক খাবার তৈরি করে এনেছি। সেগুলো নষ্ট হয়ে যাবে। একই কথা জানান, সুমাইয়া আক্তারসহ আরো কয়েকজন উদ্যোক্তা। দুপুরে তারা জেলা জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছে গিয়ে তারা জানান- প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এরপর সিদ্ধান্ত হয় উৎসবের আয়োজন হবে রেডক্রিসেন্ট চত্বরে। এ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের কাছে কল দিলে তিনি কিছু বলতে চাননি। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাইরে কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়া হচ্ছে না। যদি ভেতরে করে তাহলে সমস্যা নেই।