Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ব্যাংক হিসাব হ্যাক করে টাকা আত্মসাতে মামলা

এখন সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, ১১:৫৪:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরে চিনেটোলা সোনালী ব্যাংকের গ্রাহকের হিসাব হ্যাক করে সাড়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের ৪ সদস্যের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার মণিরামপুরের রামনগর গ্রামের ওমর আলী খাঁর ছেলে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো- খাগড়াছড়ির মানিকছড়ি সোনালী ব্যাংকের গ্রাহক মনির হোসেন, ঠাকুরগাঁও শাখা সোনালী ব্যাংকের গ্রহাক নুর ইসলাম, সাতক্ষীরা কালিগঞ্জ সোনালী ব্যাংক শাখার গ্রাহক হাসিব হোসেন ও পিরোজপুর সোনালী ব্যাংকের গ্রাহক নিপু আক্তার। মামলার অভিযোগে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের মণিরামপুর চিনেটোলা সোনালী ব্যাংকের একটি হিসাবে ৩ লাখ ৫১ হাজার ৭শ’৮৪ টাকা জমা ছিল। গত ১ জানুয়ারি তিনি ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে দেখেন ২ হাজার ১শ৮৪ টাকা জমা আছে। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, আসামিরা একে অপরের সহযোগিতায় একটি ই-মেল অ্যাড্রেস খুলে সোনালী-ই ওয়ালেট অ্যাপস চালু করে। ১ জানুয়ারি আসামি মনির হোসেন হিসাবে ৪৯ হাজার ১শ’ টাকা, আসামি নুর ইসলাম, আসামি হাসিব হোসেন ও নিপু আক্তারের হিসাবে ১ লাখ টাকা করে ট্রান্সফার নিয়েছে। বিষয়টি তিনি ব্যাংকের ম্যানেজারকে লিখিতভাবে জানান ও থানায় জিডি করেন। টাকা আত্মসাত কারীদের নাম ঠিকানা উদ্ধার করে তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)