বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের নিজ বাড়িতে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ৩ ভাইসহ বহু আত্মীয় স্বজন, বহু সহকর্মী ও গুণগ্রহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বারুইপাড়া মাদ্রাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুম রেজাউল করিমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ সকল সদস্য ও প্রেসক্লাবের সম্মান সুচক আজীবন সদস্য সাবেক এমপি এমএএইচ সেলিম। মরহুম রেজাউল করিম খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকায় জেলা প্রতিনিধি হিসাবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি জনকন্ঠ পত্রিকায় এবং সর্বশেষ ইত্তেফাক পত্রিকায় জেলা প্রতিনিধি সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৩ সাল এবং ২০০০ সালে বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৭ সালে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করায় ২০০৭ সালে তাকে প্রেসক্লাবের সম্মান সূচক আজীবন সদস্য পদ প্রদান করা হয়।