নিজস্ব প্রতিবেদক: যশোর শুরু হয়েছে ছয় দিনব্যাপী ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসব। রেডক্রিসেন্ট চত্বরে বৃহস্পতিবার দুপুরে এ উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ফিতা কেটে খেজুর গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসবের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধাপিকা নার্গিস বেগম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, নারী উদ্যোক্তা সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টিসহ অন্যান্যরা । ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসব উপলক্ষে ৪০টি স্টল বসানো হয়েছে।