Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর এম এম কলেজে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

এখন সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, ০১:৩২:২২ এম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত জেলা পর্যায়ে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে শুরু হয়েছে। কলেজ ক্যাম্পাসে মধু মঞ্চের পাশে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ প্রফেসর এস. এম. শফিকুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সৌহার্দ্যপূর্ণ মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. রফিকুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম, বর্তমান সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (পাস ও সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জেলা পর্যায়ের এই আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, অ্যাথলেটিকস, ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল এবং সাঁতারসহ নানা ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। খেলার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় দায়িত্ব পালন করছেন কলেজটির শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক গাজী সালাউদ্দিন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)