Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পালবাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় হকার নিহত

এখন সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, ০১:৩৮:২৫ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যমোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মিজানুর রহমান (৬০) নামে একজন হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান মোমিননগর নওদা গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। জানা গেছে, দৈনন্দিন কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পালবাড়ির ইমদাদের ফলের দোকানের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি কভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়র মিজানুরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)