নিজস্ব প্রতিবেদক : জাতীয় পুষ্টি নীতি ২০১৫ পর্যালোচনার উদ্দেশ্যে আঞ্চলিক পর্যায়ে পরামর্শমূলক সভা বৃহস্পতিবার সকালে যশোর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের পরিচালক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান । যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়কারী ও সদস্য সচিব হিসেবে সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের উপপরিচালক ডাক্তার নুসরাত জাহান মিঠেন, উপপরিচালক ডাক্তার আখতার ইমাম, উপপরিচালক নুশরাত জাহান, উপপরিচালক জেহান আখতার রানা, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দিলদার হোসেন। এসময় জেলা খাদ্য কর্মকর্তা সেফাউর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হারুন অর রশিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।