নিজস্ব প্রতিবেদক: যশোর উপশহর প্রগতি আদর্শ মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থী ও হেফজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মাদ্রাসার সভাপতি মাওলানা তৌহিদুর রহমান বিদায়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মুন্সি নাজমুল হোসেন। হেফজ বিভাগের পৃষ্ঠপোষক মাওলানা ওবায়দুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, আলমগীর হোসাইন, বাবলুর রহমান প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হেলাল আল মামুন। অনুষ্ঠানে ৭ পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা জানানো হয়।