নিজস্ব প্রতিবেদক: যশোর এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খ ম রেজাউল করিম পদোন্নতি পেয়ে খুলনার উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক হয়েছেন। কলেজের সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ হল রুমে তার বদলী জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ, সংবর্ধিত অতিথি প্রফেসর ড. খ ম রেজাউল করিম। সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পারভীন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র রোকনুজ্জামান হাসান, দ্বিতীয় বর্ষের ছাত্র হৃদয় বিশ্বাস, তৃতীয় বর্ষের ছাত্র এস এ সিয়াম, চতুর্র্থ বর্ষের ছাত্র শামসুর রহমান, মাস্টার্সের ছাত্র আবিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক স্বাতী সরকার। বিদায় অনুষ্ঠানে শিক্ষকের নিয়ে লেখা সম্মাননা স্মারক উদ্বোধন করা হয়। প্রত্যেক বর্ষ থেকে ক্রেস্ট দিয়ে শিক্ষকের বিদায় জানানো হয়।