Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ড : একাদশ শ্রেণিতে নতুন করে ভর্তির সুযোগ পেল ১৪৮৬ শিক্ষার্থী

এখন সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, ০৮:০৮:১৩ পিএম

মিরাজুল কবীর টিটো : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যশোর শিক্ষা বোর্ডে নতুন করে ভর্তির সুযোগ পেল ১ হাজার ৪৮৬ শিক্ষার্থী। একাদশ শ্রেণিতে কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়ায় যে সকল শিক্ষার্থী ভর্তি হতে পারেনি তারাই এ সুযোগ পেয়েছে। তবে কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান জানান-কলেজের শুন্য আসনের বিপরীতে ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের ভর্তি সুযোগ দেয়া হয়েছে। অথচ বোর্ডের ৫৪৯ কলেজের কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর ৫৮ হাজার ৪৪১ আসন খালি ছিল। গত ২ ডিসেম্বর বোর্ডের কলেজ পরিদর্শক সাক্ষরিত চিঠির মাধ্যমে জানানো হয়, যশোর শিক্ষা বোর্ডের কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যেসব শিক্ষার্থী এখনো ভর্তি হতে পারেনি। তারা সংশ্লিষ্ট কলেজে অনুমোদিত আসন শুণ্য থাকা এবং নির্ধারিত নূন্যতম জিপিএ থাকা সাপেক্ষে ১ জানুয়ারি থেকে ১৩ ই জানুয়ারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ভর্তি জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এ সময়ের মধ্যে ১ হাজার ৪৮৬ শিক্ষার্থী আবেদন করে সবাই ভর্তির সুযোগ পেয়েছে বলে জানান কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান। এর মধ্যে বিজ্ঞানে ১০২, মানবিক শাখায় ১ হাজার ১শ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ২৮৪ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। এর আগে কেন্দ্রীয় ভর্তি প্রক্রিয়া চার ধাপে একাদশ শ্রেণিতে যশোর শিক্ষা বোর্ডের ৫৮৯ কলেজের ২ লাখ ২০ হাজার ১২৯ আসনের বিপরীতে ভর্তি হয় ১ লাখ ৬১ হাজার ৬৮৮ শিক্ষার্থী । খালি ছিল ৫৮ হাজার ৪৪১ আসন। নতুন করে কলেজ কর্তৃপক্ষ মনোনীত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণ করে ইনস্টিটিউিট প্যানেল থেকে আগামী ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি মধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীর বিষয় রেজিস্ট্রেশন সম্পন্ন করবে। এরপর একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির কোন সুযোগ থাকবে না। চতুর্থ অর্থাৎ শেষ ধাপের শিক্ষার্থীদের ভর্তির আবেদনের সময় দেয়া হয় গত ২১ ও ২২ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর ফল প্রকাশ, ২৫ ও ২৬ সেপ্টেম্বর নিশ্চয়নের সময় নির্ধারণ করে দেয়া হয়। ২৮ ও ২৯ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়। আসন খালি রেখে একাদশ শ্রেণির পাঠদান শুরু হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)