ক্রীড়া প্রতিবেদক: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় উড়ন্ত সূচনা করেছে যশোর জেলা দল। বৃহস্পতিবার নড়াইল জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর ৭৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে মেহেরপুর জেলা দলকে। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে। এ রানের মধ্যে সীমান্ত ৮১,গালিভ ৫৫, মিরাজ ৪৫, রবিউল ইসলাম অপরাজিত ৩১ ও অর্ঘ ঘোষ ১৭ রান করেন। অতিরিক্তি থেকে আসে ২৩ রান। মেহেরপুর জেলা দলের অর্ঘ অধিকারী ও আবির হাসান উভয়ে ২ টি করে উইকেট পান। জবাবে, ৪৬ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায় মেহেরপুর জেলা দল। তাদের এ রানের মধ্যে আশফাক আহমেদ একাই করেন ১০১ রান। তাছাড়া তৌসিফ ২১, অর্ঘ অধিকারী ১৪ ও আজমাইন ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩১ রান। যশোর জেলা দলের সাগর রায় ৩৬ রানে একাই নেন ৬ টি উইকেট। এছাড়া সোহেব পান ২ টি উইকেট। ১৭ জানুয়ারি যশোরের দ্বিতীয় খেলা চুয়াডাঙ্গা জেলা দলের সাথে। এছাড়া দ্বিতীয় লেগে ১৯ জানুয়ারি মেহেরপুর ও ২১ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে যশোর।