Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জমি সঠিকভাবে লিখে না দেয়ার অভিযোগ তুলে চাঁদা দাবি, আদালতে মামলা

এখন সময়: শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, ০১:৩৫:৪০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল খাঁনসহ দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বসুন্দিয়ার রেজোয়ান খাঁন রেজোর স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। অপর আসামি হলো মৃত সাত্তার আলী খাঁনের ছেলে ওলিয়ার রহমান খাঁন। মামলার অভিযোগে জানা গেছে, সাহিদা বেগম আসামি ইকবাল খাঁনের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে ৬ শতক জমি ক্রয় করে বাড়ি ঘর তৈরী করে বসবাস করছেন। এরপর আসামি ইকবাল একদিন সাহিদা বেগমকে জানান, তাকে জমি সঠিকভাবে লিখে দেয়া হয়নি। এ জন্য তাকে ২ লাখ টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকার করায় ইকবাল খাঁন তার বাড়িঘর ভেঙে দেয়ার হুমকি দেন। বাধ্য হয়ে সাহিদা বেগম তাকে ২ লাখ টাকা দেন। টাকা নেয়ার পর ইকবাল হোসেন জমির সঠিক দলিল করে দেননি। জমির সঠিক দলিল করতে আসামি ইকবাল খাঁন আরও ৫ লাখ টাকা চাঁদাদাবি করেন সাহিদা বেগমের কাছে। ৫ লাখ টাকা না দেয়ায় ইকবাল তার বাড়িঘর ভেঙে উচ্ছেদ করে দিবে বলে হুমকি দেন। এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দেয়ায় তারা চরমভাবে ক্ষিপ্ত হয়। এছাড়া তার মেয়ে পারভীনকে তারা মারপিট করে জখম করে। সাহিদা বেগম কোনো উপায় না পেয়ে আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)