ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনা ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি মোহাম্মদ আলি আজগার লবি বলেছেন, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি দলীয় নয় দেশ নেত্রী হিসেবে দেশের কল্যাণে কাজ করে গেছেন। অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই জেলজুলুম, রাজপথে হামলা, অসংখ্য মিথ্যা মামলা, গৃহবন্দী এমনকি ফ্যাসিষ্ট হাসিনা তাকে বাড়ি ছাড়া করেছে। মৃত্যুর পর তার জানাযায় দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ লোকের উপস্থিতিই প্রমাণ করে দেশবাসির মনে তিনি স্থান করে নিয়েছেন। এ জন্য দেশের মানুষ তাকে আজীবন স্মরণে রাখবে। বৃহস্পতিবার বিকাল ৪টায় দামোদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও সুপার জুট মিলের ব্যবস্থাপনায় নিজস্ব কার্যালয়ে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইয়ান জুট মিলের পরিচালক ফেরদৌস আহমেদ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত, জেলা বিএনপি নেতা ওয়াহিদ হালিম ইমরান, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, শিল্পপতি ফিরোজ আহমেদ ভুঁইয়া, খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, ডুমুরিয়া থানা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী তসলিম, যুগ্ম আহবায়ক এনামুল হোসেন পারভেজ। আলহাজ্ব মিজানুর রহমান ভুঁইয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাল হোসেন ভুইয়া, মোঃ রহিম গাজী, গাজী আঃ রউফ, মোঃ ইলিয়াস ভুইয়া, তুহিন খন্দকার, আলমগীর হোসেন মোল্যা, টিটো জমাদ্দার, মাসুম ভুঁইয়া, বকুল ভুইয়া, শ্রমিক নেতা জাহিদ হোসেন লাভলু, শেখ আলমগীর, কবির জমাদ্দার, হাদি জমাদ্দার, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এছাড়া বিকাল ৫টায় আলকা ৩নং ওয়ার্ডের চরপুকুর এলাকায় বিএনপি নেতা কামরুজ্জামান খানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোতাহার হোসেন কিরণ, মোঃ ইদ্রিস আলী, সরদার সাইফুল ইসলাম, ইমদাদুল হক মিতুল। গাড়াখোলা সুন্নতীপাড়া ও দামোদর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে অনুরূপ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মোহাম্মদ আলী আজগার লবি।