কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র কাপ পিরিচ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, আমি আপোষ করতে শিখি নাই। বাইরের মানুষ কালীগঞ্জকে শোষণ করতে চায়। আজ কালীগঞ্জের অস্তিত্ব রক্ষা করতে হবে। এজন্য আপনাদের অনুরোধে এবারের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। বৃহস্পতিবার বিকালে শহরের সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে কাপ পিরিচ প্রতীকের নির্বাচনী জনসমাবেশে একথা বলেন। সাবেক বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আরো বলেন, আমার জনপ্রিয়তা রুখে দিতে প্রতিপক্ষের লোকজন আমার কর্মীদের উপর হামলা চালিয়ে আহত করেছে। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। তিনি বলেন, হামলা বাধা সৃষ্টি করে আমাকে প্রতিহত করা যাবে না। বহিরাগতদের থেকে কালীগঞ্জের অস্তিত্বকে রক্ষা করতে হবে। এজন্য আগামী ১২ ফেব্রয়ারী কাপ পিরিচ প্রতীকে বিজয়ী করে বিপ্লব ঘটাতে হবে। কালীগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, মশিয়ার রহমান, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, ধর্মীয় নেতা শিবুপদ বিশ্বাস ও প্রভাত ব্যানার্জী প্রমুখ। শেষে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।