Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নির্বাচন ঘিরে মহেশপুর বিজিবির কড়া নিরাপত্তা, মাদক অস্ত্র উদ্ধারে সাফল্য

এখন সময়: শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, ০৮:৪৭:৪১ এম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে যশোর অঞ্চলে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ব্যবস্থাপনায় মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বিজিবি জানায়, আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচনী এলাকায় মোতায়েন সম্পন্ন হবে। এরপর দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হবে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাবাহিনী, পুলিশ, র?্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি। প্রেস ব্রিফিংয়ে মহেশপুর ব্যাটালিয়নের চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের সাফল্য তুলে ধরা হয়। জানানো হয়, ২০২৫ সালে সীমান্তবর্তী এলাকায় অভিযানে ৪১ জনকে আটক করে প্রায় ৩৮ কোটি টাকার চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ৯ কোটির বেশি টাকার হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। বিজিবি কর্তৃপক্ষ জানায়, নির্বাচনকালীন সময়ে যাতে কোনো নাশকতা বা অপরাধমূলক তৎপরতা না ঘটে, সে জন্য বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)