নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে ফাতেমা খাতুন (৬০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ফাতেমা খাতুন মহেশপুর পৌর এলাকার গোপালপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফাতেমা খাতুন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পরে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা খাতুনের লাশ উদ্ধার করে। মহেশপুর থানার ওসি তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।