নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের চার খাম্বার মোড়ের চিরুনি কলের সামনে মারুফ হোসেন তামিম (২১) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। আহত তামিম নিউ বেজপাড়ার ওয়াহিদ মুরাদের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত রয়েল জানান-তিনি চার খাম্বার মোড়ের চিরুনি কলের সামনে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মণিহারের সালাউদ্দিন হোটেল সংলগ্ন এলাকার অর্ক, রাত ও বাপ্পা হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডা. বিচিত্র মল্লিক জানান, আহত রয়েলের মাথা পিঠ ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।