বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেছেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক এমপি ও বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নে গণসংযোগ ও কালিয়ায় জনসভা শেষে রাতে বাঁশবাড়িয়া গ্রামে শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করেন এম এ এইচ সেলিম। শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শহীদের বাবা, স্বজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম বলেন, জুলাই আন্দোলনে শহীদ আলিফ আহমেদ সিয়াম দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী সংগ্রামের এক সাহসী প্রতীক। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শহীদ হওয়ার পর তিনি শহীদের বাবাকে এক লাখ টাকা দিয়েছেন বলেও উল্লেখ করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কখনো ভুলতে পারি না। তারা দ্বিতীয়বার দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে শহীদ হয়েছেন।