শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) আসরের নামাজের পর মিছিলটি বেনাপোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে বন্দরনগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। মিছিলে মাওলানা আজিজুর রহমান হাত নেড়ে বেনাপোলবাসীকে সংবর্ধনা জানান। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, ‘দেশ ও জাতির এই সঙ্কটময় সময়ে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা আজিজুর রহমান সেই নেতৃত্বের প্রতীক। তার হাত ধরেই ইনশাআল্লাহ এ এলাকার মানুষ ন্যায়বিচার ও উন্নয়নের স্বাদ পাবে।’ এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি হযরত মাওলানা রেজাউল করিম। তিনি বলেন, ‘মাওলানা আজিজুর রহমান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। জনগণের অধিকার আদায় এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তিনি আপসহীন। আজকের এই গণমিছিল প্রমাণ করে, মানুষ তার পক্ষেই রয়েছে।’ পথসভায় বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলাম বলেন, ‘মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে যশোর-১ (শার্শা) আসন হবে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ। আসন্ন সংসদ নির্বাচনে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। গণমিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার সেক্রেটারী হযরত মাওলানা ইউসুফ আলী, মাওলানা ইলিয়াছ রহমান, মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, যুবনেতা, ছাত্রনেতা এবং বিপুল সংখ্যক সর্বস্তরের জনসাধারণ।