নিজস্ব প্রতিবেদক: যশোরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে যশোর শহরের আরএন রোডস্থ হোমিওপ্যাথিক কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। তিনি শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। প্রধান অতিথি ইরুফা সুলতানা বলেন-শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন, নড়াইল জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অব.) মো. আব্দুর রশিদ, ইন্সপেক্টর অব (অব.) ইকবাল বাহার খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সোলায়মান হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়,আমাদের সময়ের পত্রিকার যশোরের জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম,আরএন রোডের বিশিষ্ট ব্যবসায়ী রতন আচার্য, কার্তিক ভৌমিক,নাজনীন সুলতানা, রায়হান কবীর ও ডা. আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।