Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে বাহাদুরপুরে মতবিনিময়

এখন সময়: শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, ০৬:০০:৩৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক সমাজের সাথে “সবার আগে বাংলাদেশ”-শীর্ষক এক মত বিনিময় সভা মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে প্রচারণামূলক এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভায় বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সাবেক সহ সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি সাংবাদিক নেতা নূর ইসলাম, যশোর সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, সদর উপজেলার বিএনপির সমবায় ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি মেম্বর রুহুল আমিন, বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যশোর ইন্সটিটিউট নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কিনা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও ঠিকাদার রাকিবুদ্দৌল্লাহ শুভ্র, জেলা যুবদলের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, কামরুল ইসলাম কামরুল, জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক মিলন শেখ আপন প্রমুখ। এছাড়া যশোর চেম্বারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী খোকন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার উদ্দিন মোল্যা,বিশিষ্ঠ ব্যবসায়ী ও ঠিকাদার মুরাদ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যশোর আইটি পার্কের সাবেক জেনারেল ম্যানেজার শাহরিয়াজ বিশ্বাস সোহাগ, যুবদল নেতা সুইট, ছাত্রদল নেতা শফিউল্লাহ, মহিলাদল নেত্রী রুপাসহ স্থানীয় বিএনপি, যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের কয়েকশ’ কর্মী সমর্থক এবং স্থানীয় হিন্দুপাড়ার বাসিন্দাসহ কয়েকশ’ নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)