Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

এখন সময়: শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, ১২:৩৬:৫২ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট জেলার গণমাধ্যম কর্মীদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। ২২ ও ২৩ জানুয়ারি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এছাড়া আরও প্রশিক্ষক ছিলেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান ও আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচনের রিপোর্টিং , চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নির্বাচনী আইন বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা, নির্বাচন প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরা হয়। ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, হেড স্পিচ, গুজব , প্রোপাগান্ডা ইত্যাদি প্রশিক্ষণে তুলে ধরেন। প্রশিক্ষকগণ গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংবাদিকতা ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণে উপস্থাপন করেন। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ নির্বাচনী আইন লঙ্ঘন অনিয়ম অপরাধ সম্পর্কে ধারণা দেন। ২৩ জানুয়ারি দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এছাড়া আর বক্তব্য রাখেন প্রশিক্ষণের সমন্বয়ক প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)