কেশবপুর প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর আসনের জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত ধানের র্শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভবিষ্যতে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য তাকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ-৯০ কেশবপুর নির্বাচনী এলাকায় এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার পৌর শহরের পাবলিক মাঠের গাছ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে ধানের শীষ প্রতীকের পোস্টার লাগানো হয়েছিল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি বা জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো স্থাপনা ও গাছে পোস্টার লাগানো দণ্ডনীয় অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রার্থীকে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। আদালতের নির্দেশের পর বিএনপি প্রার্থীর পক্ষে জরিমানার অর্থ পরিশোধ করেন তার প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ জানান-সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।