Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মধুসূদন দত্তের ২০২ তম জন্মবার্ষিকী আজ, সীমিত আকারে অনুষ্ঠান

এখন সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি , ২০২৬, ০৪:১২:৩২ পিএম

সিরাজুল ইসলাম, কেশবপুর : বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মবার্ষিকী আজ রোববার । ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য এবছর সাগরদাঁড়ির মধুমঞ্চে কবির জন্মবার্ষিকী সীমিত আকারে অনুষ্ঠিত হবে। কেশবপুর উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন। আজ ২৫ জানুয়ারি রোববার সকাল ১০ টায় সাগরদাঁড়ির মধুমঞ্চে দেশ বরেণ্য লেখক, কবি, সাহিত্যিক ও অতিথিদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সমুহের মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০ টায় মাইকেল মধুসূদন দত্তের ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ, অতিথিবৃন্দ ও শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটা, সকাল ১১ টায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য কর্মের ও উপর প্রবন্ধ উপস্থাপক ও আলোচনা সভা, বেলা ১২ টায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা, ২০২ তম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রহন্থ সনেট এর মোড়ক উন্মোচন এবং সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)