Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒খুলনার ডুমুরিয়ায় সনাতনী সমাবেশে বক্তারা

‘১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশ ও স্বাধীনতা রক্ষার নির্বাচন’

এখন সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারি , ২০২৬, ০৯:৫৯:৩৩ এম

ডুমুরিয়া প্রতিনিধি: সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশ ও স্বাধীনতা রক্ষার নির্বাচন। সুতরাং এ নির্বাচনে আমাদের শতস্ফুর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। বড় ধরণের ষড়যন্ত্র চলছে আগামী নির্বাচন নিয়ে। স্বাধীনতাবিরোধী একটি শক্তি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। শনিবার বিকালে ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা ও সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় বিশেষ অতিথি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, হিন্দুরা সংখ্যালঘু নয়, আমরা বাংলাদেশী। আমরা যোগ্যতা দিয়ে অধিকার আদায় করে নিব। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশ বিরোধী শত্রুপক্ষ গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আগামীর বাংলাদেশ কি হবে তা নির্ভর করছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের উপর। তাই স্বাধীন দেশ রক্ষার জন্য সকল ভোটারকে সাড়ে ৫টার মধ্যে ভোট কেন্দ্রে হাজির হতে হবে। মনে রাখবেন এটা কিন্তু হিন্দুদের অস্তিত্বের নির্বাচন। ধর্ম ব্যবসায়ীরা যতই বেহেস্তের টিকিট বিক্রি করুক না কেন দেশের শান্তিপ্রিয় মুসলমানেরা দেশ বিরোধী শত্রুকে ঠাঁই দিবে না। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রফুল্ল কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ধানের শীষের খুলনা-২ আসনের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মঞ্জু, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্যদেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু ও খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি অসগার লবি। ডুমুরিয়া সনাতনী ঐক্যজোটের আহবায়ক নিত্যানন্দ মন্ডল ও মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক সুদেব চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্যদেন, সনাতনী জোটের নেতা রমেন মন্ডল ও পরিতোষ বালা প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ ও জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)