কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌরশহরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে জামায়াত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী সোমবার সারাদিন শহরে গণসংযোগ করছেন। অধ্যাপক মুক্তার আলী তার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক ও বিপণন সেন্টারে গণসংযোগ করেন। তিনি সকালে পৌর সভার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সড়কে, কাঁচা তরকারির বাজারে, মাছের বাজারে, মাংস বাজারে, মাছের আড়তদার মালিকদের মাঝে গণসংযোগ করেছেন। তিনি বিকেলে পৌর শহরের মেইন সড়কে, পৌর সড়কে, হাসপাতাল সড়কে, হাজী মকসেদ বিশ্বাস সড়কের, দৌলত বিশ্বাস সড়ক, এ এস এইচ কে সড়ক, ডাকবাংলো সড়কের, হাবিবগজ্ঞ বাজারে পাঁজিয়া সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে কুশল বিনিময় করেছে। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম, জামায়াতের সিনিয়র নেতা মাষ্টার আব্দুল গফুর, পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতা আইয়ুব হোসেন বিশ্বাস প্রমুখ।